image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

কলারোয়া হাসপাতালে বিশুদ্ধ পানির বুথ উদ্বোধন

প্রতিনিধি, কলারোয়া (সাতক্ষীরা)

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিসেফের অর্থায়নে এবং দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) বাস্তবায়নে দশ লাখ টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির বুথ উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, এই বুথ উদ্বোধনের ফলে রোগীদের জন্য বিশুদ্ধ পানির স্বল্পতা দূর হবে। অতিরিক্ত অর্থ ব্যয় করে রোগীদের বাইরে থেকে পানি কিনতে হবে না। হাতের নাগালেই পানির ব্যবস্থা থাকায় অনেক মানুষ উপকার পাবে। পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ মোট তিনটি স্থান থেকে এই পানি সরবরাহ করা হবে। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের ওয়াশ ইঞ্জিনিয়ার মো. আমিনুজ্জামান, হারবাল অ্যাসিস্ট্যান্ট মো. জাহাঙ্গীর আলম, প্রধান সহকারী আবুল কালাম আজাদ, মো. আব্দুল্লাহসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি