নরসিংদীর শিবপুরে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারি মঙ্গলবার দিনব্যাপী শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোসা. ফারজানা ইয়াছমিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ, শিবপুর উপজেলা নির্বাচন অফিসার সুমা যাদব। শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহা. আব্দুর রহিম এর সঞ্চালণায় এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক নেতারা ও প্রিজাইডিং অফিসাররা উপস্থিত ছিলেন। কর্মশালার মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া, দায়িত্ব ও আচরণ বিধি বিষয়ে কর্মকর্তাদের বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
সারাদেশ: ‘মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই’
সারাদেশ: হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা