আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনে জাকের পার্টির মনোনীত গোলাপফুল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সরাসরি যোগাযোগ করেন, সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সমস্যা, চাওয়া-পাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি গোলাপফুল প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।
গণসংযোগকালে মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন বলেন, আমি রাজবাড়ী-১ আসনের মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ নানা সমস্যায় জর্জরিত। নির্বাচিত হলে গৃহহীন ও ক্ষুধামুক্ত রাজবাড়ী গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, এই অঞ্চলের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনস্বার্থ রক্ষায় আমি সততার সঙ্গে কাজ করতে চাই। ভোটাররা যদি আমাকে সুযোগ দেন, তাহলে তাদের প্রত্যাশা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।
এ সময় তার সঙ্গে জাকের পার্টির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা লিফলেট বিতরণ, পোস্টার প্রচার এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা জোরদার করেন।
স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চালানোয় এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ভোটাররা।
সারাদেশ: ‘মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই’
সারাদেশ: হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা