বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের অধিকালভাতা বন্ধের প্রতিবাদ এবং পুনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেনাপোল স্থলবন্দর কর্মচারী দাবি আদায় পরিষদ। গতকাল মঙ্গলবার সকালে স্থলবন্দর কর্মচারীরা বন্দরের ভেহিকেল টার্মিনালে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচি পালনকালে বন্দর ট্রাফিক পরিদর্শক কামাল হোসেন ও মোকসেদ আলীসহ ভুক্তভোগীরা বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ দৈনিক নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত সময় কাজের জন্য ২১ বছর ধরে কর্মচারীদের অধিকাল ভাতা প্রদান করে আসছেন। আমরাও সেভাবে কর্ম ঘণ্টার অতিরিক্ত সময় কাজ করে আসছিলাম। গত ২০২৫ সালের নভেম্বর মাস হতে উক্ত ভাতা অর্থ মন্ত্রণালয় বন্ধ করে দেয়। অতিরিক্ত ভাতা বন্ধ করে দেয়ায় আমরা পরিবার পরিজন নিয়ে দুর্বিসহ জীবন যাপন করছি। তাই অধিকালভাতা পুনরায় চালু করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। তাদের দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনসহ কর্মবিরতি ডাক দিবেন বলে জানান। মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম কিছু সময় বন্ধ হয়ে যায়।
এসময় বন্দর কর্মচারীরা বলেন অধিকাল ভাতা বন্ধ করে দেয়ায় পরিবার পরিজন নিযে তাদের মানবেতর দিন কাটাতে হচ্ছে। সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা।