image

নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

প্রতিনিধি, নন্দীগ্রাম (বগুড়া)

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিজানুর রহমান (১৭) ও নেহাল (১৭) নামের এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার, (২৮ জানুয়ারী ২০২৬) বেলা ১১টার দিকে উপজেলার ২নং সদর ইউনিয়নের নামুইট টু দলগাছা গ্রামের মাঝামাঝি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সিজানুর রহমান নাটোর লালপুর উপজেলার লিটন হোসেনের ছেলে ও অপরজন নেহাল হোসেন নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের রতন সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিজানুর ও নেহাল হোসেন কাথম টু কালিগঞ্জ সড়কে একটি মোটরসাইকেল নিয়ে শিমলা বাজারের দিকে যাচ্ছিলেন। নামুইট টু দলগাছা গ্রামের মাঝামাঝি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনাসামনি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে দুই বন্ধু সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ছুটে এসে ফায়ার সার্ভিস খবর দিলে তাদের উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলার স্বাস্থ্য-কমপ্লেক্সে পাঠান, তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে নিহতের পরিবার ও স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। তারা দুজনই নন্দীগ্রাম মা কেজি স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী। নিহত সিজানুর রহমান সিধইল গ্রামের (নানা) সিরাজ উদ্দিনের বাড়ি থেকে পড়াশোনা করতেন।

তথ্যটি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, তাদের উদ্ধার করে বিজরুল উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা

সম্প্রতি