image

দোহারে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় জরিমানা

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে সফিকুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার উপজেলার নিকড়ার চকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় বিনা অনুমতিতে অবৈধভাবে কৃষিজমি কাটায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে সফিকুল হককে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‘সারাদেশ’ : আরও খবর

» বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা

সম্প্রতি