image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

জামায়াতের সঙ্গে জোটে হতাশ গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় হতাশা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মেহেদী নূর হেলাল পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যম তার নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন। তার পদত্যাগের বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ফেসবুক স্ট্যাটাসে মেহেদী নূর হেলাল উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং জাতীয় নাগরিক পার্টির গোয়ালন্দ উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন।

এই সময়কালে দলীয় নেতা, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে যে ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন পেয়েছেন- তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাজনীতি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির গোয়ালন্দ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, মেহেদী নূর হেলালের পদত্যাগ তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এনসিপির প্রত্যেক নেতাকর্মী স্বাধীনভাবে মত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাখেন। তিনি আরও বলেন, এনসিপি একটি গণতান্ত্রিক দল এবং দলের সব সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই নেয়া হয়।

এদিকে মেহেদী নূর হেলালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, নীতিগতভাবে এনসিপির সঙ্গে রাজনীতি করার আগ্রহ থেকেই তিনি দল গঠনের শুরু থেকেই যুক্ত ছিলেন। তবে জামায়াতের সঙ্গে জোট করায় তিনি চরমভাবে হতাশ হয়েছেন। সেই হতাশা থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

‘সারাদেশ’ : আরও খবর

» বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা

সম্প্রতি