image
ছবিঃ সংগৃহীত

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (নগর উন্নয়ন-৩ অধিশাখা) মোহাম্মদ কবির উদ্দীন। গতকাল মঙ্গলবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

প্রথমে তিনি মহানগরীর ৫নং ওয়ার্ডের বাড়ি বাড়ি থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি ভেড়িপাড়া সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) কার্যক্রম এবং নগরীর সিটি হাট এলাকার মেডিকেল টিট্রমেন্ট প্ল্যান্ট ও ভাগার পরিদর্শন করেন ও কার্যক্রমসমূহ সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, সচিব (চলতি দায়িত্ব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মনিটরিং কর্মকর্তা শাহরিয়ার রহমান জিতুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকালে দুদিনের সফরে রাজশাহীতে আসেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (নগর উন্নয়ন-৩ অধিশাখা) মোহাম্মদ কবির উদ্দীন। বুধবার, (২৮ জানুয়ারী ২০২৬) রাজশাহী সিটি করপোরেশনের ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলেভারী প্রজেক্ট ২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানান রাসিকের জনসংযোগ কর্মকর্তা মিশু।

‘সারাদেশ’ : আরও খবর

» বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা

সম্প্রতি