image
ছবিঃ সংগৃহীত

বহিষ্কারাদেশ প্রত্যাহার চান বিএনপির তিন নেতা

প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের আলফাডাঙ্গায় সদ্য বহিষ্কৃত বিএনপির তিন নেতা তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে এক সংবাদ সন্মেলন করে তাদের বহিষ্কারের প্রতিবাদ জানান।

বিএনপির তিন নেতা হলেন, নব গঠিত কমিটির আলফাডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি খুশবুর রহমান খোকন, রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।

সংবাদ সন্মেলনে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বহিষ্কৃত পৌর বিএনপির সহসভাপতি খুশবুর রহমান খোকন বলেন, আলফাডাঙ্গায় আওয়ামী লীগের পদধারী নেতাদের দিয়ে বিএনপির কমিটি গঠনের প্রতিবাদ করার কারনে আমাদের কোনো প্রকার শোকজ ছাড়াই জেলার আহবায়ক ও সদস্য সচিব সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিস্কার করা হয়েছে। এ বহিষ্কারের প্রতিবাদ জানাই। আমরা অনতিবিলম্বে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমাদের বহিস্কার প্রত্যাহার চাই।

এসময় পৌর বিএনপির সাবেক সহসভাপতি খুশবুর রহমান খোকন, রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

» বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা

সম্প্রতি