ফরিদপুরের আলফাডাঙ্গায় সদ্য বহিষ্কৃত বিএনপির তিন নেতা তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে এক সংবাদ সন্মেলন করে তাদের বহিষ্কারের প্রতিবাদ জানান।
বিএনপির তিন নেতা হলেন, নব গঠিত কমিটির আলফাডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি খুশবুর রহমান খোকন, রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।
সংবাদ সন্মেলনে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বহিষ্কৃত পৌর বিএনপির সহসভাপতি খুশবুর রহমান খোকন বলেন, আলফাডাঙ্গায় আওয়ামী লীগের পদধারী নেতাদের দিয়ে বিএনপির কমিটি গঠনের প্রতিবাদ করার কারনে আমাদের কোনো প্রকার শোকজ ছাড়াই জেলার আহবায়ক ও সদস্য সচিব সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিস্কার করা হয়েছে। এ বহিষ্কারের প্রতিবাদ জানাই। আমরা অনতিবিলম্বে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমাদের বহিস্কার প্রত্যাহার চাই।
এসময় পৌর বিএনপির সাবেক সহসভাপতি খুশবুর রহমান খোকন, রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক: ইরানে হামলায় আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব
আন্তর্জাতিক: দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
আন্তর্জাতিক: বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী
আন্তর্জাতিক: ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান