জেঠার বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এবারের এসএসসি পরীক্ষার্থী পুষ্প (১৫)। সে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। বুধবার, (২৮ জানুয়ারী ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে রাস্তা পারাপারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে দাউদকান্দি টোল প্লাজার কাছে জেঠা রতন পাটওয়ারীর বাসায় বেড়াতে যায় পুষ্প। বুধবার বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের চাকায় পিষ্ট হয় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
পুষ্প মতলব পৌর এলাকার পৈলপাড়া পাটওয়ারী বাড়ির কমল পাটওয়ারীর মেয়ে। তার বাবা ঢাকায় চাকরি করেন। তারা এক ভাই ও এক বোন ছিল। তার ছোট ভাই জোবায়ের মতলবগঞ্জ জে.বি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
পুষ্পের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাহের হোসেন জানান, সে তাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্রী ছিল। তার মৃত্যুর খবর জানাজানি হলে সহপাঠীদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। শিক্ষক ও শিক্ষার্থীদের কান্নায় বিদ্যালয়ের পরিবেশ ভারী হয়ে ওঠে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, পুষ্প বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।