দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়াসহ উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তার জেষ্ঠপুত্র দলের চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিন দিনে উত্তরাঞ্চলের ছয় জেলায় সফর করবেন।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান বিমানযোগে রাজশাহীর উদ্দেশে ঢাকা ছাড়বেন। রাজশাহীতে শাহ মখদুম (রহ.)-এর মাজারে জিয়ারতের মাধ্যমে সফর শুরু করবেন। এরপর নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা মিলে ছয়টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন। রংপুর সফরে পীরগঞ্জে জুলাইয়ের বিদ্রোহী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।
বিএনপি দলীয় সূত্রমতে, প্রথমদিন রাজশাহীতে পৌঁছানোর পর দুপুর দেড়টার দিকে শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। দুপুর ২টায় রাজশাহী মাদরাসা মাঠে জনসভায় অংশ নেবেন।দুই দশকেরও বেশি সময়ের ব্যবধানে সেটাই হবে তারেক রহমানের সবচেয়ে বড় জনসভা। শেষ ২০০৪ সালে সিটি স্টেডিয়ামে বিভাগীয় কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন।
বিকেল সাড়ে ৫টার দিকে তারেক রহমান নওগাঁর কাজীর মোড় এলাকার এটিএম মাঠে জনসভায় ভাষণ দেবেন। সন্ধ্যায় আসবেন বগুড়ায়। সাড়ে ৭টার দিকে স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। রাত্রিযাপন করবেন বগুড়ার হোটেল নাজ গার্ডেনে।
বিএনপি প্রধান তারেক রহমান আগামীকাল শুক্রবার বিকেলে রংপুরে রওনা দেবেন। পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করার পর বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। পরে ফিরে আসবেন বগুড়ায়। রাতযাপন শেষে পরদিন শনিবার তারেক রহমান সিরাজগঞ্জে রওনা দেবেন।
সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে দুপুর ২টার দিকে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এরপর বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় আরেকটি জনসভায় যোগদান শেষে রাতেই ঢাকায় গুলশানের বাসভবনে ফিরবেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রধান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০০৮ সাল পর্যন্ত তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসনের সব নির্বাচনে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। ১৯৯৬ থেকে ২০০৮ সালের মধ্যে খালেদা জিয়া চারবার এই আসন থেকে নির্বাচিত হয়েছেন।