বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একটি মহল নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে, কীভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কীভাবে বাধাগ্রস্ত করা যায়। আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। এসময় তারেক রহমান বলেন, বিগত ১৬ বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি নিশিরাতের নির্বাচন দেখেছি, গায়েব নির্বাচন দেখেছি, দেশের মানুষ ভোট দিতে পারেন। পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান বিমানযোগে রাজশাহীর উদ্দেশে ঢাকা ছাড়েন। রাজশাহী পৌঁছে শাহ মখদুম (রহ.)-এর মাজারে জিয়ারত করেন। এরপর রাজশাহী মাদরাসা মাঠে জনসভাস্থলে আসেন। তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া বিএনপির স্বেচ্ছাসেবক টিমও নিরাপত্তার বিষয়ে কাজ করছেন।
জনসভা উপলক্ষে সকাল থেকেই রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেছেন। অনেকেই বিএনপির লেখা সংবলিত ব্যান্ড মাথায় বেঁধে মাঠে প্রবেশ করছেন। অনেকেই ধানের শীষ নিয়ে মাঠে যোগদান করেছেন। নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।
বিকেল সাড়ে ৫টার দিকে তারেক রহমান নওগাঁর কাজীর মোড় এলাকার এটিএম মাঠে জনসভায় ভাষণ দেবেন। সন্ধ্যায় আসবেন বগুড়ায়। সাড়ে ৭টার দিকে স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। রাত্রিযাপন করবেন বগুড়ার হোটেল নাজ গার্ডেনে।
বিএনপি প্রধান তারেক রহমান আগামীকাল শুক্রবার বিকেলে রংপুরে রওনা দেবেন। পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করার পর বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। পরে ফিরে আসবেন বগুড়ায়। রাতযাপন শেষে পরদিন শনিবার তারেক রহমান সিরাজগঞ্জে রওনা দেবেন।
সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে দুপুর ২টার দিকে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এরপর বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় আরেকটি জনসভায় যোগদান শেষে রাতেই ঢাকায় গুলশানের বাসভবনে ফিরবেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রধান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০০৮ সাল পর্যন্ত তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসনের সব নির্বাচনে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। ১৯৯৬ থেকে ২০০৮ সালের মধ্যে খালেদা জিয়া চারবার এই আসন থেকে নির্বাচিত হয়েছেন।