image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

লামায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় জনগণের ঢল

প্রতিনিধি, লামা (বান্দরবান)

লামায় ৩০০নং আসন বান্দরবানের ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর নির্বাচনী প্রচারণা ২৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে। বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী নির্বাচনী প্রচারণায় যেখানেই যাচ্ছে সেখানে মানুষের ঢল নামছে।

বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। আমি বিজয়ী হলে বিএনপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের হাত শক্তিশালী হবে। পার্বত্য বান্দরবানে শহীদ জিয়াই যুগ যুগ ধরে অবহেলিত ও অনগ্রসর মানুষের উন্নয়নে প্রথম কাজ শুরু করেন। আজকে এ জেলায় যা কিছু দেখছেন তা শহীদ জিয়াউর রহমানের কারণে সম্ভব হয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে সমভাবে উন্নয়ন কাজ করবো। আমাকে একবার সুযোগ দিন।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় কতা বলেন।

বান্দরবান জেলার সবচেয়ে জনবহুল লামা উপজেলার দুর্গম রূপসীপাড়া ইউনিয়ন পাহাড়ি জনপদ হওয়া সত্ত্বেও নির্বাচনী প্রচারণায় কয়েক শহস্রাধিক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। পাহাড়ি পথ ও নৌকাযোগে বিভিন্ন গ্রামে পৌঁছে স্থানীয় জনগণের সঙ্গে করমর্দন করেন বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী। এ সময় তিনি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

প্রচারণায় পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের সহাবস্থান ও সম্প্রীতির বার্তা নিয়ে গ্রাম থেকে গ্রামে ছুটে যান রাজপুত্র সাচিং প্রু জেরী। ২৮ জানুয়ারি উপজেলা গজালিয়া ইউনিয়নের বাইশপাড়ী পাড়ায় ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা শুরু করেন রাজপুত্র সাচিং প্রু জেরী।

নির্বাচনী প্রচারণায় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওমমান গনি, আব্দুল মাবুদ, আমির হোসেন আমু, থোয়াইনু অং চৌধিরীসহ দলের শীর্ষ নেতারা।

প্রচারণাকালে রাজপুত্র সাচিং প্রু জেরী আরো বলেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আগামী বাংলাদেশ ও দেশের জনগণের জন্য অমূল্য সম্পদ। তিনি যে পরিকল্পনা নিয়ে রাজনীতিতে এগিয়ে যাচ্ছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

লামাবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘পাহাড়ি আর বাঙালি-আমরা সবাই এই অঞ্চলের মানুষ। উন্নয়ন, নিরাপত্তা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতেই আমি নির্বাচনে এসেছি। বিএনপি তথা আমি নির্বাচিত হলে জেলার বৃহত্তর লামা উপজেলার সমস্যা ও সম্ভাবনার নিরসনে প্রথম কাজ শুরু করবো। আমি লামার দুর্গম এলাকার মানুষের কষ্ট আমি ভালোভাবে জানি। পথসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।’

এদিকে লামার মানুষ নির্বাচনী প্রচারনায় সাচিংপ্রু জেরীর কাছে দীর্ঘদিনের বঞ্চনা দূর করে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় কার্যকর উদ্যোগ ওেয়ার প্রত্যাশা করছেন।

এছাড়া ধানের শীষের নির্বাচনী পথসভায় অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াইহিয়া।

‘সারাদেশ’ : আরও খবর

» পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী শাশুড়ি পলাতক

» মধুপুরে আনারসের রাজ্যে চাষ হচ্ছে সূর্যমুখী ফুল

সম্প্রতি