image

জাহাজবাড়ি হত্যা মামলা: শেখ হাসিনা ও সাবেক আইজিপিসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর চকবাজারের ঐতিহাসিক ‘জাহাজবাড়ি’ দখল ও উচ্ছেদ ঘটনার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন। এর মাধ্যমে আলোচিত এই হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য হাজি সেলিম ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ প্রশাসনের তৎকালীন বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা।

​আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালে চকবাজারের শতবর্ষী জাহাজবাড়ি ভবনটি অবৈধভাবে দখলের সময় ব্যাপক সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে, যাতে একজন সাধারণ নাগরিক প্রাণ হারান। দীর্ঘ তদন্ত শেষে এই আসামিদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ মেলায় চার্জশিট দাখিল করেছে পু‌লিশ। আজ শুনানির সময় কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। আদালত আসামিদের বিরুদ্ধে আনা দণ্ডবিধির বিভিন্ন ধারার অভিযোগ পড়ে শোনালে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

তবে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের ইশারা ও প্রশাসনিক মদতেই ঐতিহ্যবাহী ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেই সহিংসতায় এই হত্যাকাণ্ড ঘটে। ​অভিযোগ গঠনের পর আদালত এই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী এপ্রিল মাসের একটি দিন ধার্য করেছেন।

উল্লেখ্য, চকবাজারের এই জাহাজবাড়িটি ঢাকার অন্যতম আদি এবং ঐতিহাসিক স্থাপত্য হিসেবে পরিচিত ছিল। এটি ভাঙার সময় স্থানীয় বাসিন্দা ও ঐতিহ্যপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিলো। আজকের এই আদেশের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় বাসিন্দারা বিচারের আশা দেখছেন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

‘সারাদেশ’ : আরও খবর

» পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী শাশুড়ি পলাতক

» মধুপুরে আনারসের রাজ্যে চাষ হচ্ছে সূর্যমুখী ফুল

সম্প্রতি