লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে একটি ভাসমান সেতু নির্মাণ করেছে লালমনিরহাট জেলা যুবদল। বৃহস্পতিবার, (২৯ জানুয়ারী ২০২৬) বিকেলে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের টাংরির বাজার ও চওড়া পাড়া এলাকায় স্বতি নদীর ওপর নির্মিত এই ভাসমান সেতুটির উদ্বোধন করেন লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিছ।
উদ্বোধনকালে তিনি বলেন, দৈর্ঘ্য ২২০ মিটার ও প্রস্থ ৭ ফিট দীর্ঘ ভাসমান সেতু নির্মাণের ফলে এখন এলাকাবাসীকে আর ৮-১০ কিলোমিটার অতিরিক্ত রাস্তা ঘুরে বাজারে যেতে হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- স্কুলের ছাত্রছাত্রীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাওয়ার কষ্ট দূর হবে। এই সেতু শুধু একটি কাঠামোগত সমাধান নয়, এটি দুই পাড়ের মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও যোগাযোগের এক মজবুত সেতুবন্ধন তৈরি করল।
?তিনি আরও বলেন, এই ভাসমান সেতুটির নকশা অত্যন্ত আধুনিক এবং পরিবেশ উপযোগী। এটি প্রচলিত সেতুর মতো জলস্তরের ওঠানামায় ক্ষতিগ্রস্ত হবে না। বর্ষাকালে নদীর জল যতই বাড়ুক না কেন, সেতুটি পানির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ওপরে ভেসে উঠবে, ফলে এটি কখনোই ডুববে না। এর অর্থ হলো- খুনিয়াগাছ ইউনিয়নের দুই গ্রাম মিলে প্রায় ১৪ হাজার অধিক মানুষের যাতায়াত বছরজুড়ে, বিশেষত বর্ষার দুর্যোগপূর্ণ সময়েও থাকবে সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘœ। আমরা বিশ্বাস করি, জনগণের পাশে দাঁড়ানোই আমাদের তথা বিএনপির প্রধান অঙ্গীকার। জনগণের দুর্ভোগ লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস যদি এলাকাবাসীর মুখে হাসি ফোটাতে পারে, তবেই আমাদের শ্রম সার্থক। এ ছাড়া তিনি এই কাজে সহযোগিতা করার জন্য যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী, খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মালেক সরকার, সাধারণ সম্পাদক আরঙ্গজেদ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মো. হামিদুল সরকার উপস্থিত ছিলেন।
সারাদেশ: মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক আটক
সারাদেশ: করিমগঞ্জে ভোটের গাড়ি
সারাদেশ: শিবপুরে জাল নোটের বান্ডেলসহ একজন আটক