image
সাটুরিয়া (মানিকগঞ্জ) : মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা -সংবাদ

সাটুরিয়ায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০২৫-২৬ অর্থবছর রবি মৌসুমে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ সকাল ১১টার দিকে সাটুরিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলার হরগজ বেপারীপাড়া বেলাল পাগলার বাড়ির উঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা.তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে এই মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন অফিসার এ কে এম হাসিবুল হাসান বলেন, রারি সরিষা-২০ এর উৎপাদন অন্যান্য সরিষার চেয়ে ২০ শতাংশ বেশি।

তাই উপস্থিত কৃষকদের এই সরিষা আবাদ করার জন্য উদ্বুদ্ধ করেন তিনি। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার মতিয়ার রহমান, সাটুরিয়া কৃষি সম্প্রসারণ অফিসার এস এম তারেক মাহমুদ।

এছাড়া উপ-সহকারী কৃষি অফিসার মো. আব্দুল গফুর, হেলেনা মুশফিকা ও শরিফুল ইসলামসহ ৭০ জন কৃষক কিষানী উপস্থিত ছিলেন।

সম্প্রতি