image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নির্বাচন ও গণভোট নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তার মতবিনিময়

প্রতিনিধি, কলারোয়া (সাতক্ষীরা)

কলারোয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত এবং নবাগত জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবীর। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল খায়ের। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ মোল্ল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ।

প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, মাদরাসা সুপার আব্দুস সাত্তারসহ স্কুল-মাদ্রাসার প্রধানরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি আসন্ন নির্বাচনে গণভোটের ব্যাপারে শিক্ষকদের জনসচেতনতা সৃ’ির লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। তিনি শিক্ষকম-লীদের পাঠদান পদ্ধতি সম্পর্কে পরামর্শমূলক আলোচনা করেন। মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও স্কুল মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» অনিয়ম-দুর্নীতির, ঘুষের কারিগর সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রকৃত কৃষক বীজ পায় না

সম্প্রতি