করিমগঞ্জ ‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ স্লোগান নিয়ে ভোটের ভাম্যমান গাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আনন্দ বাজার এলাকায় প্রচারণা চালিয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় আনন্দ বাজার করিমগঞ্জ মডেল মসজিদের সামনে পৌঁছায়। এতে স্থানীয়রা ভোট সংক্রান্ত লিফলেট ও মতামত সংগ্রহের সুযোগ পান। ভাম্যমাণ গাড়িতে জুলাই গণঅভ্যুথান, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাসহ অতীতের গণতন্ত্রহীন, সীমান্ত হত্যাযজ্ঞ, তরুণ ও নারীদের বঞ্চনার বিষয় নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি পাঁচটি পিভিসিতে এসব ইতিহাস তুলে ধরা হচ্ছে। গাড়িটি বিভিন্ন ইউনিয়ন ঘুরে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি করছে বলেও জানা যায়।