image

নারী নেতৃ‌ত্ব চায় না জামায়াত

সংবাদ অনলাইন রিপোর্ট

নারী‌কে দ‌লের প্রধান কর‌তে নারাজ জামায়া‌তে ইসলাম। স্থানীয় সময় গতকাল বুধবার আন্তর্জা‌তিক সংবাদ মাধ্যমে আলজা‌জিরা‌কে দেয়া এক সাক্ষাতকা‌রে এমনটাই জা‌নি‌য়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল, ‘কোনও নারী কি জামায়াতের প্রধান হতে পারেন?’ জবাবে তিনি বলেন, ‘এটা সম্ভব নয়।

তি‌নি ব‌লেন, নারী ও পুরুষের মধ্যে সৃষ্টিগত পার্থক্যের কারণে কোনও নারী কখনোই জামায়াতে ইসলামীর প্রধান বা আমির হতে পারবেন না।

এ সময় বিএনপি জোট সরকার ও নারী নেতৃত্ব প্রসঙ্গ উল্লেখ ক‌রে আল জা‌জিরা প্রশ্ন ক‌রে, আপনি বিএনপির সঙ্গে একটি সরকারে ছিলেন। তখন ওই দ‌লের প্রধানমন্ত্রী ছি‌লেন বেগম খালেদা জিয়া। তি‌নিও‌ একজন নারী, অথচ আপ‌নি বল‌ছেন জামায়া‌তের প্রধান নারী হ‌তে পারবে না?

জবা‌বে শফিকুর রহমান ব‌লেন, এটা আমাদের নয়, তাদের দলের সিদ্ধান্ত। আমাদের উচিত তাদের দলের মতামতকে সম্মান করা। আমরা কারও ওপর কিছু চাপিয়ে দিতে পারি না।

এদি‌কে, জাতীয় নির্বাচনে জামায়াতের নারী মনোনয়নের বিষ‌য়ে জামায়া‌তের আমির ব‌লেন, সংসদ নির্বাচনে তারা এখন পর্যন্ত কোনও নারীকে মনোনয়ন না দেয়া হ‌লেও ‘আমরা প্রস্তুতি নিচ্ছি।

তি‌নি ব‌লেন, ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে দ‌লের নারী কর্মীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সফল হয়েছেন। ভবিষ্যতে সংসদের জন্যও প্রস্তুতি নেয়া হ‌চ্ছে বলেন শ‌ফিকুর রহমান।

সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক যখন পাল্টা যুক্তি দেন যে, নারীরা ১৭ কোটি মানুষের একটি দেশের প্রধানমন্ত্রী হতে পারলে সংগঠনের প্রধান কেন হতে পারবেন না? জবাবে শফিকুর রহমান বলেন, ‘এমনকি বিশ্বের অধিকাংশ দেশও এটাকে সম্ভব বলে মনে করেনি। এটাই বিশ্বের বাস্তবতা।’ অল্প কিছু দেশে নারী নেতৃত্ব থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

‘সারাদেশ’ : আরও খবর

» অনিয়ম-দুর্নীতির, ঘুষের কারিগর সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রকৃত কৃষক বীজ পায় না

সম্প্রতি