image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মহেশপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদাহ)

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেতবাড়িয়া আন্দারকোটা পাড়ায় রওশন আরা (৩৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ সকালে নিজ ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে পরিবারের সঙ্গে খাওয়া শেষে তিনি ঘুমাতে যান। সকালে দীর্ঘ সময় সাড়া না পেয়ে তার মেয়ে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে। রওশন আরা মৃত বাচ্চু মিয়ার মেয়ে ও দুই সন্তানের জননী। তার স্বামী ফারুক হোসেন কর্মসূত্রে দীর্ঘদিন ঢাকায় থাকেন; পারিবারিক কারণে তিনি বর্তমানে বাবার বাড়িতেই বসবাস করছিলেন বলে জানা গেছে।

‘সারাদেশ’ : আরও খবর

» অনিয়ম-দুর্নীতির, ঘুষের কারিগর সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রকৃত কৃষক বীজ পায় না

সম্প্রতি