image
ছবিঃ সংগৃহীত

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মধুপুর শাখার কমিটি গঠন

সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক হাবিবুর রহমান

প্রতিনিধি, মধুপুর

টাঙ্গাইলে সুজন-সুশাসনের জন্য নাগরিকের জেলা সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, (২৯ জানুয়ারী ২০২৬) সকালে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন টাঙ্গাইলে জেলা সুজন এ সম্মিলনের আয়োজন করে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হারুন অর রশীদ। সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা শাখার সাধারণ সম্পাদক তরুন ইউসুফের সঞ্চালনায় অন্যদের মধ্যে রাখেন সুজন টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি অধ্যাপক বাদল মাহমুদ, ভূঞাপুর উপজেলার সুজনের সভাপতি মীর্জা মহিদুজ্জামান, গোপালপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন, টাঙ্গাইল জেলা শিশু একাডেমি শিশু বিষয়ক কর্মকর্তা নিপুন হোসাইন, বাসাইলের সভাপতি মসলিম উদ্দিন, ঘাটাইল উপজেলার সভাপতি হুমায়ুন কবিব, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নর্থ টাঙ্গাইলের সভাপতি হাবিবুর রহমান, সুজন মধুপুর শাখার সভাপতি আব্দুল লতিফ, বাসাইল উপজেলার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান প্রমুখ।

পরে সুজন টাঙ্গাইল জেলা কমিটি মধুপুর উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করে। এতে সুশাসনের জন্য নাগরিক সুজন এর টাঙ্গাইলের মধুপুর উপজেলা কমিটিতে সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সাংবাদিক হাবিবুর রহমান। ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে সহসভাপতি মো. মোজাফর আকন্দ বাদল, সহসাধারণ সম্পাদক সো. লিয়াকত হোসেন জনী, কোষাধ্যক্ষ আব্দুল হাকিম, নির্বাহী সদস্য বজলুর রশীদ খান চুন্নু, অধ্যাপক নাছির উদ্দিন, ছানোয়ার হোসেন, ডা. নাজমুল হাসান রনি, মোহাম্মদ নাজিবুল বাশার, মো. হাফিজুর রহমান, মো. শরিফুল ইসলাম মানিক, খালেদা নাছরীন ডলি, রোকেয়া নাজনীন বুলবুলি, রোকেয়া বেগম, মেহেদী হাসান বকুল, মো. রোকনুজ্জামান রঞ্জু, মো. বেলাল হোসেন, মো. ফারুক আহম্মদ, মো. আকবর হোসেন ও মো. হেকমত আলী।

‘সারাদেশ’ : আরও খবর

» অনিয়ম-দুর্নীতির, ঘুষের কারিগর সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রকৃত কৃষক বীজ পায় না

সম্প্রতি