image
ছবিঃ সংগৃহীত

আলমডাঙ্গায় ইটভাটায় অভিযান আড়াই লাখ টাকা জরিমানা

সংবাদদাতা, চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার ফরিদপুর দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। পরিবেশ আইন ও সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে অবস্থিত দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এএসএম শাহনেওয়াজ মেহেদী।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ লঙ্ঘনের দায়ে আরএনবি ইটভাটার ম্যানেজার ঠান্ডু রহমানকে ২ লাখ টাকা এবং পাশ্ববর্তী এসএনবি ইটভাটার মালিক জাবুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র, জেলা প্রশাসনের অনুমোদন ও বৈধ লাইসেন্স ব্যতীত কার্যক্রম পরিচালনা করে আসছিল। এসব ইটভাটায় নির্ধারিত প্রযুক্তি অনুসরণ না করে কৃষি জমির মাঠি ব্যবহার করে ইট তৈরি করে আসছিল। এ সময় পরিবেশ অধিদপ্তরের চুয়াডাঙ্গার পরির্দশক নাইম হোসেন বলেন, অনুমোদনহীন ইটভাটা শুধু আইন লঙ্ঘন নয়, এটি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ভয়াবহ হুমকি। ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া, ধূলিকতা ও ক্ষতিকর গ্যাস বায়ুদূষণ বাড়াচ্ছে, যা শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী নির্ধারিত অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপন ও পরিচালনা সম্পূর্ণ বেআইনি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ছাড়াও প্রয়োজনে ভাটা বন্ধ ও যন্ত্রপাতি জব্দসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» অনিয়ম-দুর্নীতির, ঘুষের কারিগর সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রকৃত কৃষক বীজ পায় না

সম্প্রতি