টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ‘প্রডিগাল সান’ (Prodigal Son) হিসেবে অভিহিত করা হয়েছে। এটি গভীর অর্থবহ এবং ঐতিহাসিক উপমা। ‘প্রডিগাল সান’ মানে হলো এমন এক সন্তান বা উত্তরাধিকার, যিনি পথ হারিয়ে বা দূরে সরে গিয়ে আবার নিজ অবস্থানে বা ঘরে ফিরে আসেন।
ইংরেজি ‘Prodigal’ শব্দের অর্থ হলো ‘অপব্যয়ী’ বা ‘অমিতব্যয়ী’; যে ব্যক্তি বিচারবুদ্ধিহীনভাবে অঢেল অর্থ খরচ করেন। তবে ‘Prodigal Son’ বলতে কেবল অপব্যয়ী সন্তান বোঝায় না; বরং এটি এমন এক ব্যক্তিকে বোঝায় যিনি বাড়ি বা আপনজন ছেড়ে চলে গিয়েছিলেন, সম্পদ বা জীবন নষ্ট করেছেন, কিন্তু দীর্ঘ সময় পর আবার ফিরে এসেছেন (বা আসার চেষ্টা করছেন)।
এই শব্দের উৎপত্তি বাইবেলের একটি বিখ্যাত রূপক গল্প থেকে, যা ‘The Parable of the Prodigal Son’ নামে পরিচিত (লূক ১৫:১১-৩২)। এক ব্যক্তির দুই ছেলে ছিল। ছোট ছেলেটি তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ভাগ বুঝে নিয়ে দূর দেশে চলে যায়। সেখানে সে অত্যন্ত বিলাসবহুল ও উচ্ছৃঙ্খল জীবনযাপন করে সব সম্পদ শেষ করে ফেলে। এরপর ওই দেশে দুর্ভিক্ষ দেখা দিলে সে চরম অভাব ও ক্ষুধায় পড়ে যায়।
নিজের ভুল বুঝতে পেরে সে অত্যন্ত লজ্জিত হয়ে তার বাবার কাছে ফিরে আসে এবং ভৃত্য হিসেবে কাজ করার প্রার্থনা জানায়। কিন্তু বাবা তাকে দূর থেকে আসতে দেখে পরম মমতায় বুকে টেনে নেন। বাবার কাছে সে ছিল ‘হারিয়ে গিয়ে ফিরে পাওয়া’ এক সম্পদ। তার প্রত্যাবর্তনে বাবা বড় উৎসবের আয়োজন করেন।
সাহিত্যে বা রাজনৈতিক বিশ্লেষণে যখন কাউকে ‘প্রডিগাল সান’ বলা হয়, তখন তার পেছনে সাধারণত দুটি কারণ থাকে :
নির্বাসন ও প্রত্যাবর্তন : এমন কেউ যিনি দীর্ঘদিন নিজ ভূমি বা ক্ষমতার কেন্দ্র থেকে দূরে (নির্বাসনে) আছেন এবং এখন আবার মূল ধারায় ফেরার চেষ্টা করছেন।
উত্তরাধিকার ও বিতর্ক : এমন একজন ‘উত্তরাধিকার’ বা রাজপুত্র, যার অতীত কর্মকাণ্ড বা জীবনধারা নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু দিনশেষে তিনি তার শেকড়ে বা নেতৃত্বে ফিরে আসছেন।
টাইম ম্যাগাজিন তারেক রহমানকে এই বিশেষণে বিশেষায়িত করার মূল কারণ — তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রীর সন্তান (উত্তরাধিকার), যিনি দেড় দশকেরও বেশি সময় ধরে লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন।
টাইমের বিশ্লেষণে তাকে ‘প্রডিগাল সান’ বলার মাধ্যমে বোঝানো হয়েছে যে, তিনি অনেক চড়াই-উতরাই ও বিতর্কের মধ্য দিয়ে দীর্ঘ সময় দেশের বাইরে থাকলেও লন্ডনে বসেই দলের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছেন এবং দেশের রাজনীতিতে তার ‘প্রত্যাবর্তন’ একটি বড় নিয়ামক।
আন্তর্জাতিক: কলকাতার গুদামে অগ্নিকাণ্ড, ২১টি দেহাংশ উদ্ধার
আন্তর্জাতিক: বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া