শরীয়তপুরের জাজিরার সেনেরচর সাকিমালী মাদবর কান্দি এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ নারীসহ দুজনকে আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাজিরার সেনেরচর ইউনিয়নের সাকিমালী মাদবর কান্দির সেকান্দার মাদবরের বসতবাড়ি থেকে ওই মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এসময় আটক ব্যক্তিরা হলেন- সাকিমালী মাদবর কান্দি গ্রামের লাল মিয়া মাদবরের ছেলে সেকান্দার মাদবর (৫১) ও তার স্ত্রী রানী খাতুন (৪২)।
স্থানীয় ও যৌথবাহিনী সূত্রে জানা যায়, আটক হওয়া সেকান্দার মাদবর ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে এলাকার তরুণ সমাজে মাদকের ছড়াছড়িতে বিপদগ্রস্ত হয়ে পড়ছিল।
গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা সেনা ক্যাম্পের একটি দল সেকান্দার মাদবরের বাড়ীতে অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ ইয়াবা ও মাদক সেবনের বিপুল পরিমাণ সরঞ্জাম এবং চাইনিজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। এসময় সেকান্দার মাদবর ও তার স্ত্রীকে আটক করা হয়। পরে জাজিরা থানার পুলিশের একটি দল এসে তাদের হেফাজতে নেয়।
এবিষয়ে জাজিরা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে অভিযান পরিচালনা করি। পরে সেকান্দার নামক ব্যক্তির বসতঘরে তল্লাশি করে মাদক, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয়সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয় এবং স্বামী-স্ত্রী দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী জাজিরাসহ দেশের সর্বত্র নাশকতাকারীদের আইনের আওতায় আনতে সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। সে ক্ষেত্রে সচেতন নাগরিকদের সহায়তা কামনা করেছেন।’