চাঁপাইনবাবগঞ্জে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন- এ স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে ও নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। মো. হাসান মারুফ বলেন, কোনো শিক্ষার্থী ডোপ টেস্টে পজেটিভ হলে, অর্থাৎ মাদক গ্রহণকারী হিসেবে চিহ্নিত হলে সে কোথাও (বিশ্ববিদ্যালয় ও কলেজে) ভর্তি হতে পারবে না এবং কোথাও চাকরিও পাবে না। ডোপ টেস্ট নীতিমালা মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশে মাদক নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে বলে তিনি মন্তব্য করেন। এমনকি সরকারি চাকরিতে যেমন ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে, ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে ভর্তিতেও শিক্ষার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে যানবাহনের চালক ও কলকারখানায় যারা যন্ত্রাংশ পরিচালনা করেন, তাদের সবার জন্যও ডোপ টেস্ট বাধ্যতামূলক হয়ে যাবে। তিনি আরও বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দেয়। মাদক মা-বাবাকে কাঁদায়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত ঘোষণা করতে চাই। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, প্রধান শিক্ষক মো. আসলাম কবীর। সূচনা বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সুস্থ জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে। সভা শেষে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ১৫ মেধাবী শিক্ষার্থীর হাতে মাদকবিরোধী স্লোগান-সংবলিত বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সকলকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান এবং শিক্ষার্থীরা মাদককে না বলি লাল কার্ড তুলে ধরে। পরে সচেতনমূলক ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুর আগে বিদ্যালয় প্রাঙ্গণে র্যালি বের করা হয়।