আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে টানা টহল ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।
গত ২৪ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন ধরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে “এসিল্যান্ড কেন্দুয়া, নেত্রকোনা” ফেসবুক থেকে, দেওয়া এক পোস্টের মাধ্যমে পাঁচ দিনের ধারাবাহিক অভিযান ও জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত মাসকা বাজার, সান্দিকোনা বাজার, রেন্ট্রিতলা, রামপুর বাজার, দলপা ও গড়াডোবা বাজারসহ বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুম আহমদ।
গত রোববার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মাসকা, সান্দিকোনা, রেন্ট্রিতলা ও রামপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে ১ জন এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ ভঙ্গের দায়ে ২ জনসহ মোট ৩টি মামলায় ২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান।
সোমবার বিকাল ৪টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত রোয়াইলবাড়ি, মাসকা ও সান্দিকোনা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ১টি মামলায় ১ জনকে দোষী সাব্যস্ত করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান।
মঙ্গলবার রামপুর, বেখৈয়াটি, চিরাং ও মোজাফরপুর এলাকায় আচরণবিধি পর্যবেক্ষণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ১টি মামলায় ১ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
গত বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত রেন্ট্রিতলা, মাসকা ও রামপুর বাজার এলাকায় আচরণবিধি পর্যবেক্ষণ করা হয়। এ দিনের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী।
অভিযানের পাশাপাশি সাধারণ জনগণ ও সংশ্লিষ্টদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের টহল ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।