উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, হৃদরোগ, স্ট্রোকসহ অন্যান্য অসংক্রামক রোগে মৃত্যুহার কমানো এবং বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরো কার্যকর ও শক্তিশালী করার উদ্দেশ্যে চিকিৎসকদের সমন্বয়ে বাগেরহাটে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সিভিল সার্জন অফিসের হলরুমে বুধবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আ.স.ম মাহাবুব আলম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমের ডেপুটি প্রোগ্রাম পরিচালক ডা. শামীম জুবায়ের। প্রকল্পের সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান এ সভায় প্রকল্পকাজ ও বাস্তবায়ন বিষয়ে সকল তথ্য-উপাত্ত উপাস্থাপন করেন। সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. শৌভিক রায়, ফিল্ড অফিসার মো. আতাউর রহমান ও লজিস্টিক অফিসার মো: রাশেদ্দুজামান। সভায় বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ঋয়াদউজ্জামান ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসীসহ জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ সভায় জেলার বিভিন্ন পর্যায়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্য্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হয়।