image

খানজাহান আলী কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষকের মোটরসাইকেল চুরি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে প্রকাশ্য দিবালোকে মোজাহিদুল হক নামের একজন স্কুলশিক্ষকের ব্যবহ্নত একটি ডিসকভার-১১০ সিসি (বাগেরহাট-হ-১২-৫৫৮৬) মোটরসাইকেল চুরি হয়েছে। আর এ ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে। জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাহিদুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে প্রশিক্ষন নিতে তার বন্ধু রামপাল উপজেলার পার-গোবিন্দপুর গ্রামের রাজু হাওলাদারের ওই মটরসাইকেলটি নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজে আসেন। অন্য প্রশিক্ষনার্থীদের ন্যায় তিনিও কলেজ ক্যাম্পাসে মোটরসাইকেলটি তালাবদ্ধ করে প্রশিক্ষণরুমে যান। বেলা সাড়ে ১১টার দিকে প্রশিক্ষণ শেষে বের হয়ে যথাস্থানে আর মোটরসাইকেলটি পান নাই। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে এদিন বিকেলে এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাগেরহাট সদর মডেল থানার কর্তব্যরত ডিউটি অফিসার এসআই সাহিদ বলেন, একটি ডিসকভার মোটরসাইকেল খোয়া যাওয়ার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি