image

কৃষি জমির মাটি বিক্রির অভিযোগে দুজনের কারাদণ্ড

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি আটকপাট মাঠ এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানা যায়, কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে বেলগাছি আটকপাট মাঠসহ পার্শ্ববর্তী এলাকায় পুকুর খননের নামে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করে আসছে এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটি পরিবহনে ব্যবহৃত দুটি গাড়িও জব্দ করা হয়।

এ সময় আলমডাঙ্গা পৌর সভার ব্ডবিল গ্রামের মৃত গোলাপ মন্ডলের ছেলে হাচান আলী (৩৫) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার টেংরামারি খেজুরতলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সঠিক আলীকে (২৭) আটক করা হয়। আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া একই মাঠ এলাকা থেকে রোয়াকুলি গ্রামের রাশেদ আলীকে (২১) আটক করে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী সাংবাদিকদের বলেন, অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কেটে ইট তৈরিতে ব্যবহার সম্পূর্ণ বেআইনি। এতে কৃষি জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে এবং পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি