কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভিটাদিয়া গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে আপন ভাই ও ভাতিজার হামলায় সাবেক ইউপি সদস্য মো. কামাল উদ্দিন (৫৩) নিহতের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত কামাল উদ্দিন আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি ভিটাদিয়া গ্রামের মরহুম হাজী খুর্শিদ মেম্বারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মো. কামাল উদ্দিনে সঙ্গে তার আপন ভাই জালাল উদ্দিন মাস্টার ও ভাতিজা সাদ্দাম হোসেনের পৈত্রিক জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জালাল উদ্দিন মাস্টার ও তার ছেলে সাদ্দাম হোসেন দেশীয় অস্ত্র নিয়ে কামাল উদ্দিন ও তার ছেলে কাকন মিয়াকে (১৪) কুপিয়ে গুরুতর আহত করেন।
আহতদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কামাল উদ্দিনের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার ছেলে কাকন মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সারাদেশ: মানিকগঞ্জে ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত
সারাদেশ: মহেশপুরের ‘মমরেজ মোড়’ এখন জনপ্রিয়
সারাদেশ: ভোটের কথা- যা ভাবছেন যৌনকর্মীরা