image
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : জব্দ করা ড্রেজার -সংবাদ

মেঘনায় অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা, ড্রেজার জব্দ

প্রতিনিধি, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলাকালে একটি ড্রেজার জব্দ করেছে প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরমরিচাকান্দি এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, অনুমোদিত সীমানার বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় কানাইনগর গ্রামের মো. শিপন মিয়াকে ৫ লাখ টাকা অর্থদ- প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি