image

পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে পাথরঘাটায় বিক্ষোভ

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)

পে-কমিশন ঘোষিত নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে গেজেট প্রকাশের দাবিতে পাথরঘাটায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোটের আহ্বানে গতকাল বৃহস্পতিবার পাথরঘাটা কলেজ ক্যাম্পাসে শিক্ষক কর্মচারীরা এই বিক্ষোভ মিছিল করেন।

কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ চন্দ্রশেখর স্বর্ণকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক মো আমিনুল হক, অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মো. জাইদুর রহমান।

শিক্ষক নেতারা তাদের বক্তব্যে বলেন, পাঁচ বছর পর পর পে-স্কেল দেয়ার রেওয়াজ থাকলেও দীর্ঘ ১১ বছর পর্যন্ত প্রজাতন্ত্রের কর্মচারী ও শিক্ষকরা পে স্কেল থেকে বঞ্চিত।

দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে পরিবার পরিচালনায় শিক্ষকরা হিমশিম খাচ্ছে। তারা ইন্টেরিম সরকারকে পে স্কেল নিয়ে তামাশা না করে ৩১ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশের দাবি জানান।

তা নাহলে শিক্ষকরা আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি