রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত দেশের সর্ববৃহৎ যৌনপল্লী। যৌনপল্লীর (পূর্বপাড়ার) প্রায় ১৭০৪ ভোটার। নারী ভোটার ১৪১৩ আর পুরুষ ভোটার ২৯১ জন। এর বাহিরে প্রায় ৫ হাজার বাসিন্দার বসবাস।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অবগত হলেও গণভোট নিয়ে অনেকেই জানেন না গণভোট কী? জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকাটি পড়েছে রাজবাড়ী-১ আসন রাজবাড়ী সদর ও গোয়ালন্দ মধ্যে।
গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দারা তালিকাভুক্ত ভোটার রয়েছেন তবে পল্লির বাইরেও অনেক যৌনকর্মী আশপাশের ঠিকানা দিয়ে ভোটার হয়েছেন। সেই হিসাবে এখানে প্রায় দুই হাজার ভোটার রয়েছেন বলে ধারণা।
নাম প্রকাশে অনিচ্ছুক যৌনপল্লীর (পূর্ব পাড়ার) বাসিন্দা বলেন, তারা পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন। গণভোট কী-এ সম্পর্কে আমরা অবগত না। হ্যাঁ অথবা না ভোট দিলে কী হবে তাও আমাদের জানা নাই।
আরেক জন বাসিন্দা বলেন, পল্লীর সার্বিক পরিবেশ আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আগে যাতায়াতের জন্য ভালো রাস্তা ছিল না। ড্রেনেজ ব্যবস্থা ছিল নোংরা। এখন এখানেও উন্নয়ন হয়েছে। ভোট নিয়ে আলাপচারিতার সময় বেশ কয়েকজন বাসিন্দা জানান ভোট প্রদানে কোনো চাপ নেই, তারা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারে।
যৌনকর্মীদের সংগঠন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম বলেন, হ্যাঁ বা না ভোট সম্পর্কে পূর্বপাড়ার বাসিন্দারা অবগত না। এদের বুঝতে হবে। সরকারিভাবে এদেরকে অবগত করার দাবি জানান। নির্বাচিত সরকারের কাছে সুবিধাবঞ্চিত নারীদের জীবনমান উন্নয়নে সহযোগিতা কামনা করেন।
সহকারী রিটার্নিং অফিসার ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, গণভোট নিয়ে সরকারিভাবে প্রচারণা চালানো হচ্ছে। সরকারের কয়েকটি দপ্তর প্রচারণা চালাচ্ছে। পূর্বপাড়ায় প্রয়োজনে স্থানীয় প্রতিনিধি বা এনজিওগুলোকে প্রচারণার দায়িত্ব দেয়া হবে। পূর্ব পাড়ার ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারেন, এজন্য সব প্রস্তুতি নেয়া হচ্ছে। সার্বিকভাবে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: মিনি স্যাটেলাইট তৈরির বাস্তব অভিজ্ঞতা নিয়ে ক্যানস্যাট ওয়ার্কশপ
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স
অপরাধ ও দুর্নীতি: জুলাই হত্যাকাণ্ডের আসামী হয়েও এখনো গ্রেপ্তার হয়নি ব্যবসায়ী শওকত