image

মানিকগঞ্জে ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত

প্রতিনিধি, মানিকগঞ্জ

ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই), মানিকগঞ্জের আয়োজনে বিশ্ব ব্যাংকের সহায়তায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত এনপিআইয়ের মানিকগঞ্জ শাখার নিজস্ব ক্যাম্পাসে পরিচালক ইঞ্জিনিয়ার ড. মো. ফারুক হোসেনের সঞ্চালনায় এনপিআইয়ের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। উক্ত চাকরি মেলায় জব পোর্টাল বিডি জবস্, আকিজ গ্রুপ, মুন্নু গ্রুপ, বসুন্ধরা গ্রুপসহ স্বনামধন্য ২০টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রায় দেড় হাজার চাকরিপ্রত্যাশী উক্ত মেলায় সরাসরি অংশগ্রহণ করে তাদের সিভি প্রদান করেন। শিল্প প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগ তাৎক্ষণিকভাবে সিভি বিশ্লেষণ করে কয়েকজনকে চাকরি নিশ্চিতকরণের প্রক্রিয়ায় রাখেন। উক্ত জব ফেয়ার এবং সেমিনারে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী মহোদয়।

বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুজ্জামান প্রমুখ।

, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মহরম আলী, জেলা শিক্ষা অফিসার মো. আমির হোসেন। মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম।

পিজিসিবির নির্বাহী প্রকৌশলী দেওয়ান গিয়াস মাহমুদ, সমাজসেবা অফিসার মোস্তফা হাবিব, অগ্রণী ব্যাংকের এজিএম ইমরুল সাগর, এনপিআই মানিকগঞ্জের শিক্ষক কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি