ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’-এর উদ্যোগে আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে পাঁচজন প্রার্থী অংশগ্রহণ করেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নরসিংদী পৌর শহরের পৌর ঈদগাহ মাঠের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা সুজনের সভাপতি মোজাম্মেল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। এতে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা সুজনের সাধারণ সম্পাদক হলধর দাস। সুজনের কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী তৌফিক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীরা জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কী কী পদক্ষেপ নেবেন সে বিষয়ে নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আশরাফ উদ্দিন ভূঞা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী হামিদুল হক পারভেজ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সাখাওয়াত হোসেন। জনতার প্রশ্নের জবাবে সব প্রার্থীই জানান, পাঁচ প্রার্থীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এই সৌহার্দ্য তাদের অনুসারী, কর্মী ও ভোটারদের মাঝেও বজায় থাকবে বলে তারা প্রত্যাশা করেন। একই সঙ্গে তারা একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন কামনা করেন। প্রার্থীরা নির্বাচনে জয়ী কিংবা পরাজিত হলে একসঙ্গে কাজ করার জন্য ১৫টি অঙ্গীকার সম্বলিত অঙ্গীকারনামায় প্রতিশ্রুতিবদ্ধ হন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর। তিনি সকল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি পালনের অনুরোধ জানিয়ে সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: মিনি স্যাটেলাইট তৈরির বাস্তব অভিজ্ঞতা নিয়ে ক্যানস্যাট ওয়ার্কশপ
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স
অপরাধ ও দুর্নীতি: জুলাই হত্যাকাণ্ডের আসামী হয়েও এখনো গ্রেপ্তার হয়নি ব্যবসায়ী শওকত