জামালপুরের মাদারগঞ্জে এক ব্যক্তি জাল সার্টিফিকেট তৈরি করে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী কৃষি শিক্ষক দীর্ঘ দিন ধরে বেতন ভাতা উত্তোলন করছেন।
জানা যায়, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত হাসান আলী মন্ডলের ছেলে ও সাবেক ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতা শাহাদাৎ হোসাইন দলের প্রভাব খাটিয়ে সব প্রকার অন্যায় অবিচার করে এক অদৃশ্য শক্তি খুটির জোরে বিস্তার লাভ করছেন।
অদ্যবধি সহকারী কৃষি শিক্ষক হিসেবে যোগদান করে দীর্ঘ ২১ বছর যাবত বেতন ভাতা উত্তোলন করছেন।
আরও জানা যায়, শাহাদাৎ হোসাইন নিজের মনগড়া জাল সার্টিফিকেট তৈরি করে সরকারি বিধি বিধান ও আইন কানুন না মেনে ৩নং গুনারীতলা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সুবাদে নিশ্চিন্তপুর-কাতলামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ২ ডিসেম্বর ২০০৪ইং তারিখে সহকারী শিক্ষক কৃষি হিসাবে যোগদান করেন।
শুধু তাই নয়, ৩নং গুনারীতলা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতা শাহাদাৎ হোসাইন প্রভাব খাটিয়ে সব প্রকার অন্যায় অবিচার করে খুটির জোরে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একই পরিবারের আরও ৬ জনকে একই বিদ্যালয়ের বিভিন্ন পদে চাকরি দেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমলে দলের প্রভাব খাটিয়ে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের নেতা শাহাদাৎ হোসাইন একই বিদ্যালয়ের নৈশপ্রহরী সোহাগকে বিদ্যালয় ক্যাম্পাসের এক কোনায় মুদি দোকান নির্মাণ ও কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করে পাঠদানে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়। নিশ্চিন্তপুর-কাতলামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা করে অর্থ আত্মসাৎ করছে। এ ছাড়া শাহাদাৎ হোসাইন ও নৈশপ্রহরী সোহাগ এক সঙ্গে যৌথভাবে মুদি দোকান পরিচালনা করে আসছে।
এ বিষয়ে নৈশপ্রহরী সোহাগ বলেন, বিদ্যালয়ের জায়গা, আমি দোকান দিয়েছি। আগামী মাস থেকে দোকান ভাড়া হিসেবে দুই শত টাকা করে দিতে হবে।
অন্য দিকে, নিশ্চিন্তপুর-কাতলামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা করে অর্থ আত্মসাৎ করছে। এছাড়া শাহাদাৎ হোসাইন ও নৈশপ্রহরী সোহাগ এক সঙ্গে যৌথভাবে মুদি দোকান পরিচালনা করে আসছে।
নিশ্চিন্তপুর-কাতলামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদ্র ক্যাম্পাসে কিন্ডারগার্টেন ও মুদি দোকান থাকায় ক্রীড়া প্রেমিক শিক্ষার্থীদের খেলাধুলা অনুশীলনে অসুবিধা হয়, অন্য দিকে ক্রীড়া প্রেমিক শিক্ষার্থীরা নানা রকম খেলাধুলা অনুশীলন থেকে মুখ ফিরিয়ে নেয়।
এ বিষয়ে এলাকাবাসীর মনে প্রশ্ন! নিশ্চিন্তপুর কাতলামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে কিন্ডারগার্টেন স্কুল ও মুদি দোকান থাকাটা কি খুবই জরুরি?
এ বিষয়ে বিগত ২৩ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, শাহাদাৎ হোসাইন, রোল নং ৫৯৩৫৩২, রেজি. নং ৩৯৫২২১, সত্যায়িত/ যাচাই ফি করতঃ ঢাকা বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে জানা যায়, তার সার্টিফিকেট ভুয়া ও নিজের মনগড়াভাবে জালিয়াতি করে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে বিগত ৬ অক্টোবর-২৫ ইং তারিখে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাদির শাহ্ মহোদয় বরাবর, নিশ্চিন্তপুর-কাতলামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষি (কৃষি) ডিপ্লোমা মূল সার্টিফিকেট জাসাই করার জন্য আবেদন এবং মাদারগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার, মোহাম্মদ শফিকুল হায়দার বরাবর আবেদন করা হলেও সুফল না পেয়ে বৈধতা যাচাই করতে এ বিষয়ে বিগত ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, শাহাদাৎ হোসাইন, পরোল নং ৫৯৩৫৩২, রেজি. নং ৩৯৫২২১, সত্যায়িত/যাচাই ফি করতঃ ঢাকা বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে জানা যায়, তার সার্টিফিকেট ভূয়া ও নিজের মনগড়াভাবে জালিয়াতি করে তৈরি করা হয়েছে।
নিশ্চিন্তপুর-কাতলামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি শিক্ষক শাহাদাত হোসেন এর উল্ল্যেখিত অভিযোগসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নিয়োগ এর যাবতীয় কাগজপত্র তদন্ত পূর্বক জাল সনদ শনাক্ত করে তার এমপিও বন্ধ করার জন্য এলাকাবাসী দাবি জানান।
আন্তর্জাতিক: ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি পুতিন, জানালেন ট্রাম্প