image
সংগৃহীত

বাগেরহাটে ব্যারিস্টার জাকিরের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট

বাগেরহাট জেলা সদর আসনের (বাগেরহাট-২) বিএনপি দলীয় প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির বলেছেন, নির্বাচিত হতে পারলে বাগেরহাটে চাঁদাবাজি, অবৈধভাবে মানুষের জমি ঘের দখল, অবাধ মাদক বেচা-কনা বন্ধ করা হবে। নির্বাচনে লাঠিয়াল, সন্ত্রাসী ও দালালদের ব্যবহার করার দিন শেষ। বর্তমানে সততা, যোগ্যতা ও মানব সেবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মূল হাতিয়ার। গত বৃহস্পতিবার রাতে শহরতলীর সোনাতলা এলাকার নিজ বাসভবনে সংবাদ কর্মীদের সঙ্গে নির্বাচনী কর্মকান্ড নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বর্তমান নির্বাচন কমিশন বাগেরহাটের ৪টি নির্বাচনী আসন থেকে ১টি বাদ দিয়ে ৩ আসন করে প্রঞ্জাপন দেয়। এতে বাগেরহাটবাসী চরমক্ষুব্ধ হয়। পরে ৪টি আসন পুনর্বহালের দাবিতে জেলায় আন্দোলন করাসহ বাগেরহাট প্রেস ক্লাব ও অন্যরা উচ্চ আদালতে রিট করে। সেখানে আইনজীবী হিসেবে আমি ব্যারিস্টার জাকির হোসেন আইনি লড়াই করে ৪টি আসনই পুনবহাল করে নিয়ে আসি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করি। এ আন্দোলন করতে গিয়ে কারবরন করতে হয়েছে। এ সব কারনেই দলীয় চেয়ারপারসন তারেক রহমান আমাকে বাগেরহাট ২ আসনে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে নির্বাচন প্রচারণা কাজ করে যাচ্ছি। এখানে বিএনপি দলের প্রার্থী হিসাবে পরিচয় দিয়ে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন; যা দলসহ সাধারণ ভোটারদের জন্য প্রতারণা করা। এ বিষয়ে সাংবাদিকদের নজর রাখার পরামর্শ দেন। দৈনিক আমার দেশ পত্রিকার রিপোর্টার মিরন ও সাংবাদিক কামরুজ্জামান শিমুলের পরিচালনায় এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু। এ মতবিনিময় সভায় ব্যারিস্টার জাকিরের বড়ভাই আবু জাফর, জাহিদ ও জুয়েলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি