image

নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

জেলা বার্তা পরিবেশক, নরসিংদী

নরসিংদীর বেলাবতে নিখোঁজের তিনদিন পর সাবেক এক ছাত্রলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার নাগের বাজার এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান বেলাব থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন। নিহত আজিমুল কাদের ভূঁইয়া (৪০) বাজনাব ইউনিয়নের বাঘবের গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে ও পোল্ট্রি ব্যবসায়ী। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

পরিবারের বরাতে পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে আজিমুল কাদের নিজ এলাকার নিজের পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন বুধবার বেলাব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা একটি ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

আজিমুলের ভাগ্নে মো. উমর ফারুক বলেন, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে তার মামা পোল্ট্রি খামারে কাজ করার জন্য দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন।

তাদের একজনের নাম রুবেল হলেও অন্যজনের নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য পরিবারের জানা নেই। ওই দুই শ্রমিকেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ওই খামারে থাকা সব মুরগিও উধাও।

পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন বলেন, জিডি করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছিল। খবর পেয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি