image

সখীপুরে ডেসকো বোর্ডের পরিচালকের বই মোড়ক উন্মোচন

রোববার, ০৯ মে ২০২১
প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

‌টাঙ্গাইলের সখীপুরে সরি টু সে, উই ডোন্ট ডু দ্যাট পলিটিক্স নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার দিবাগত রাত ৯টায় সখীপুর প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বইটির মোড়ক উন্মোচন করেন।

এ সময় বইটির লেখক প্রকৌশলী আতাউল মাহমুদ, তাঁর সহধর্মিণী রুনা লায়লা রুমা, বোয়ালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক এনামুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বইটির লেখক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও ডেসকো বোর্ডের পরিচালক প্রকৌশলী আতাউল মাহমুদ বলেন, বই বিক্রির সকল অর্থ সখীপুর উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের জন্য ব্যয় করা হবে। এমন উদ্যোগকে বিভিন্ন মহল স্বাগত জানিয়েছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি