রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ মে) রাতে করোনার উপসর্গ ও করোনা শনাক্ত নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালের আইসিইউতে একজন ও করোনা ওয়ার্ডে একজন মারা যান। তিনি জানান, বর্তমানে করোনা ওয়ার্ডে ৯৫ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪১ জনের করোনা শনাক্ত বাকি ৫৪ জন করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে আইউসিইউতে ভর্তি রয়েছেন ১৩ জন।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা