কলাপাড়ায় যুবকের মরদেহ উদ্ধার

রোববার, ০৯ মে ২০২১
প্রতিনিধি, পটুয়াখালী

কলাপাড়ায় গলায় ফাঁস দেয়া এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ মে) ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে যুবকের নিজ বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত রুবেল হাওলাদার (২২) ওই গ্রামের আলম হাওলাদারের ছেলে। পুলিশ ও স্বজনদের সূত্র জানায়, রুবেল ঢাকায় দিনমজুরের কাজ করতো। বেশ কিছুদিন আগে ঢাকায় কাজ ছেড়ে বাড়িতে আসে। শুক্রবার (৭ মে) রাতে একই নিজ ঘরে বাবা ছেলে ঘুমায়। ভোর রাতে সেহরি খেতে উঠে রুবেলের মা ঘরের বাইরে বের হলে গাব গাছের সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রুবেল কে দেখতে পান। পরে পুলিশে অবহিত করলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি