image

মির্জাপুরে মাটি ব্যবসায়ীর তিনদিনের জেল

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক মাটি ব্যবসায়ীকে তিনদিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৯ মে) উপজেলার উয়ার্শী ইউনিয়নের বরটিয়া এলাকায় অভিযানকালে এই দন্ড দেন ভ্রাম্যান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

জানা গেছে, ওই এলাকায় আবাদী জমি ও নদীর পার থেকে অবৈধভাবে মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছিলো অসাধু মাটি ব্যবসায়ীরা। খবর পেয়ে রবিবার সকালে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানকালে বরটিয়া গ্রামের মৃত ঈমান আলীর ছেলে মাটি ব্যবসায়ী শাজাহান মিয়াকে তিনদিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

ভ্রাম্যান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

‘সারাদেশ’ : আরও খবর

» ‘বোমা বানানোর সময়’ নিহত ২, ঘটনাস্থলে বোমা বিশেষজ্ঞ দল, আটক ৩

» মাদ্রাসা শিক্ষক-কর্মচারী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

» পলাশে শত বাহারি পিঠা উৎসব

সম্প্রতি