টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক মাটি ব্যবসায়ীকে তিনদিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (৯ মে) উপজেলার উয়ার্শী ইউনিয়নের বরটিয়া এলাকায় অভিযানকালে এই দন্ড দেন ভ্রাম্যান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
জানা গেছে, ওই এলাকায় আবাদী জমি ও নদীর পার থেকে অবৈধভাবে মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছিলো অসাধু মাটি ব্যবসায়ীরা। খবর পেয়ে রবিবার সকালে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানকালে বরটিয়া গ্রামের মৃত ঈমান আলীর ছেলে মাটি ব্যবসায়ী শাজাহান মিয়াকে তিনদিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
ভ্রাম্যান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা