বাংলাদেশে অনেক গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হয়। অর্থাৎ সৌদি আরবে যেদিন ঈদ উদ্যাপন করা হয় এসব গ্রামে সেদিনই ঈদ পালন করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছেনা, দেশের বিভিন্ন স্থানে সৌদি আরবের সঙ্গে একই দিন অর্থাৎ বৃহস্পতিবার ঈদ উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
চট্টগ্রামের অন্তত ৬০ গ্রামে আগামীকাল (বৃহস্পতিবার) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা প্রায় ২০০ বছরের ঐতিহ্য মোতাবেক সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ, রোজা ও বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন।
গতকাল সৌদি আরবে চাঁদ দেখা যায়নি। সে হিসাবে আগামীকাল সৌদি আরবে ঈদুল ফিতর পালিত হবে। তাদের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের ৬০ গ্রামের বাসিন্দারা আগামীকাল ঈদ পালন করবেন।
জানা গেছে, সাতকানিয়ার মির্জারখীল, এওচিয়ার গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপের প্রায় ৬০ গ্রামের বাসিন্দারা আজকে রোজা রেখেছেন।
একইভাবে চাঁদপুরের একাধিক গ্রামে ঈদ পালনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
জাতীয়: কেমন ছিল সেই দিনটি
জাতীয়: মহান বিজয় দিবসের কর্মসূচি
নগর-মহানগর: ঢাকার ধামরাইয়ে ছেলের হাতে মা খুন