মুন্সীগঞ্জে চাঁদা না দেয়ায় পঞ্চসার ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য জাহিদ হাসানের নেতৃত্বে সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসিবুল হাসান শান্ত (২৫), শিমুল তালুকদার(৩০) ও মনির হোসেন (৪৮) সহ ৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার (১২ মে) বিকালে শহরের উপকন্ঠা পঞ্চসার ইউনিয়নের জিয়সতলায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মনির হোসেন নামের একব্যক্তি সরদার পাড়া এলাকার আবুল হোসেনের থেকে ১০ শতাংশ জমি ৩৫ লাখ টাকায় ক্রয় করেন। পরে ১০ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করে একটি বায়না দলিল করেন। সেই জমিতে স্থাপনা নির্মান করতে গেলে বুধবার বিকালে পঞ্চসার ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগ সভাপতি বাঁধা দিয়ে হামলা চালীয়ে মনির হোসেন এর বাড়ীঘরে গুলি বর্ষণ করে। এ সময় হামলা কারীদের বাঁধা দিতে এলে মনির হোসেন ও তার ছেলেসহ কয়েকজনকে মারধর করে জাহির লোকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
হামলার শিকার মনির হোসেন বলেন, ৫ বছর আগে জমি বায়না দলিল করেছি। পুরো টাকা পরিশোধ করে জমিটি লিখে নেয়ার কথা। কিন্তু হঠাৎ করে বুধবার পঞ্চসার ইউপি সদস্য ও যুবলীগ সভাপতি তার সন্ত্রাসীরা দলবল নিয়ে জমিতে এসে আমার থেকে চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করলে এলোপাথারি গুলি বর্ষণ করে আমাদের মারধর করে ৫ জনকে আহত করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মনির।
এ বিষয়ে পঞ্চসার ইউনিয়নের যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য জাহিদ হাসানের সেলফোনে কয়েকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার মো: আবুবকর ছিদ্দিক ও এসপি আব্দুল মোমেন এর সেলফোনে একাধিবার ফোন দিলেও কেউই সেল ফোন রিসিভ করেননি।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা