image

চট্টগ্রামে ফেনসিডিল-গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সোমবার, ১৭ মে ২০২১
জেলা বার্তা পরিবেশক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকে ১৮০ বোতল ফেনসিডিল এবং সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চিহ্নিত মাদককারবারি আব্দুল কাদের, ফেনসিডিল ব্যবসায়ী শহিদুল এবং বাবলু। এর মধ্যে আব্দুল কাদেরকে নবম বারের মত গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদে রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা নজির আহমদ চৌধুরী সড়ক বন বিভাগ অফিসের পাশে বশির উদ্দিনের ভবনের তৃতীয় তলার সিঁড়ির সামনের কক্ষের ভেতর থেকে শহিদুল এবং বাবলুকে গ্রেপ্তার করে তারা। এসময় শহিদুল ইসলামের হাতে থাকা ট্রাভেল ব্যাগে ৩৩ বোতল ও বাবলু মজুমদারের পকেট থেকে দুই বোতল ফেনসিডিল পাওয়া গেছে। পরে তাদের দেওয়া তথ্যে পাঁচলাইশ থানাধীন শুলক-বহর এলাকার আব্দুল হামিদ বাই লেইনের মনোয়ারা ভিলাস্থ আসামি আব্দুল কাদেরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেওয়া তথ্যে ১৪৫ বোতল ফেনসিডিল ও সাড়ে তিন কেজি গাঁজা জব্দ করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন জানান, জিজ্ঞাসাবাদে আসামিদের জানিনয়েছে, পলাতক আসামি কায়ছারের থেকে ফেনসিডিল নিয়ে আব্দুল কাদের বেশি দামে বিক্রি করে।

ওসি আরো বলেন, আবদুল কাদেরকে যতবার গ্রেপ্তার করা হয় প্রতিবারই সে মাদক ব্যবসা ছেড়ে দেওয়া়র কথা বলে। কিন্তু জেল থেকে বের হয়ে আবার মাদকের জগতে ফিরে যায়।

‘সারাদেশ’ : আরও খবর

» খুলনায় লেদ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩

» যশোরে বাবার সামনে ছুরি মেরে রিকশাচালককে খুন

সম্প্রতি