কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। সংক্রমণ কমছে, সুস্থতা বাড়ছে। সোমবার (১৭ মে) জেলায় নতুন ২৭ জন করোনা জয় করে বাড়ি ফিরেছেন। বিপরীতে নতুন শনাক্ত হয়েছে ৭ রোগী। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, সোমবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ৭টি আর পুরনো ৬ রোগির নমুনা পজিটিভ হয়েছে। আর ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫টি নমুনার র্যাপিড এন্টিজেন পরীক্ষায় পুরনো এক রোগির নমুনা পজিটিভ হয়েছে। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ১০২টি নমুনাই নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৪ জন, আর তাড়াইল, কুলিয়ারচর এবং বাজিতপুরে একজন করে। নতুন সুস্থদের মধ্যে সদরে ১২ জন, তাড়াইল ও ভৈরবে ৭ জন করে, আর কুলিয়ারচরে একজন। ফলে এদিন জেলায় করোনায় চিকিৎসাধীন রোগির সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৭৩ জনে। আগের দিন ছিল ১৯৩ জন।
সারাদেশ: ইছামতি নদী এখন বিস্তীর্ণ ফসলের মাঠ
আন্তর্জাতিক: সাগরের ৪০০ মিটার গভীরে টানেল নির্মাণ করছে নরওয়ে
আন্তর্জাতিক: রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২