সোমবার (১৭ মে) দুপুরে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া চৌরাপাড়ায় প্রতিপক্ষের হামলায় নবম শ্রেণীর ছাত্রী উম্মে কুলছুম সাথীসহ (১৪) ৩ জন আহত হয়েছে। মাথায় আঘাতপ্রাপ্ত গুরুতর আহত সাথীকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে সাথীর মা মার্জিয়া খাতুন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানাযায় আহত স্কুলছাত্রীর পিতা শহীদুল গাজীর সঙ্গে প্রতিবেশী আবু সাঈদ গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে আবু সাঈদ ছেলে রাজিব সহ দল বল নিয়ে শহিদ গাজীর বাড়ীর সামনে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে। এ সময় শহিদ গাজীর মেয়ে রাজেন্দ্রপুর পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী উম্মে কুলছুম সাথী প্রতিবাদ করায় তার ওপর হামলা করে। মেয়েকে বাঁচাতে এসে মা মার্জিয়া ও বাবা শহীদ গাজী হামলার শিকার হন। এ সময় রাজিবের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে সাথীর মাথায় মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            মঙ্গলবার, ১৮ মে ২০২১
সোমবার (১৭ মে) দুপুরে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া চৌরাপাড়ায় প্রতিপক্ষের হামলায় নবম শ্রেণীর ছাত্রী উম্মে কুলছুম সাথীসহ (১৪) ৩ জন আহত হয়েছে। মাথায় আঘাতপ্রাপ্ত গুরুতর আহত সাথীকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে সাথীর মা মার্জিয়া খাতুন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানাযায় আহত স্কুলছাত্রীর পিতা শহীদুল গাজীর সঙ্গে প্রতিবেশী আবু সাঈদ গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে আবু সাঈদ ছেলে রাজিব সহ দল বল নিয়ে শহিদ গাজীর বাড়ীর সামনে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে। এ সময় শহিদ গাজীর মেয়ে রাজেন্দ্রপুর পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী উম্মে কুলছুম সাথী প্রতিবাদ করায় তার ওপর হামলা করে। মেয়েকে বাঁচাতে এসে মা মার্জিয়া ও বাবা শহীদ গাজী হামলার শিকার হন। এ সময় রাজিবের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে সাথীর মাথায় মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।