image

গজারিয়ায় পানির মধ্যে পাকা ঘাটলা নির্মাণ

প্রতিনিধি, গজারিয়া (মুন্সিগঞ্জ)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেঙারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের দক্ষিণ পাসের খালে উপর পানির মধ্যেই নির্মান করা হচ্ছে পাকা ঘাটলা। ঘাটলার সাথে নেই কোন সংযোগ সড়ক। তবে এই নতুন নির্মিত গোসলের জন্য ঘাটলাটি স্থানীয় এলাকাবাসীর কোন কাজেই আসবে না বলে জানান স্হানীয় লোকজন।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রাম সংলগ্ন খালের পাড়।

টেঙ্গারচর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ২ লক্ষ ৭০ হাজার টাকা টাকা ব্যয়ে বড় ভাটেরচর গ্রামের দক্ষিণ পাসের খালের উপর নির্মিত এ পাকা ঘাটলা নির্মানাধীন হইতেছে।

সরেজমিনে দেখা গেছে, টেঙ্গারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে একটি খাল। বড় ভাটেরচর গ্রাম অংশে কোমর সমান পানির মধ্যে নির্মান কাজ চলছে। চারদিকে থৈথৈ পানি, নেই কোন সংযোগ সড়ক ।

পানির মধ্যে পাকা ঘাটলা এলাকাবাসীর কোন কাজে আসবে না বলে খালের পাড়ে গোসল করতে আসা বড় ভাটেরচর গ্রামের আসমা বেগম, নিলুফা ইয়াসমিনসহ অনেকেই স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, খালের পাড়ে পাকা ঘাটলা’টি এলাকার লোকজনের কোন উপকারে আসবে না। কারণ ওটা পানির মধ্যে। ঘাটলায় যেতে হলে কোমড় সমান পানির মধ্যে নেমেই যেতে হবে।

এ ব্যাপারে টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মাস্টার মুঠো ফোন জানান, যেনে শুনেই পানির মধ্যে পাকা ঘাটলা নির্মান হচ্ছে। পরে ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে ঘাটলার সাথে সংযোগ সড়ক করা হবে ।

‘সারাদেশ’ : আরও খবর

» গাইবান্ধা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার

» প্রশাসনের নিষ্ক্রিয়তা, বুড়ি তিস্তা নদী প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত

সম্প্রতি