কিশোরগঞ্জে নতুন ১৫ জনের করোনা সনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন আরো ১৬ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, রোববার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ৯টি আর পুরনো রোগিদের ৩টি নমুনা পজিটিভ হয়েছে।
জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবের পরীক্ষায় ৭৯টি নমুনাই নেগেটিভ হয়েছে। এছাড়া জেলা সদরের জেনারেল হাসপাতালে ৮২টি নমুনার র্যাপিড এন্টিজেন পরীক্ষায় স্থানীয়ভাবে আক্রান্ত ৬ জন আর অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১৩ জন আর করিমগঞ্জে ২ জন। সুস্থ হয়েছেন সদরে ১০ জন আর ভৈরবে ৬ জন। রোববার জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন ২০৪ জন।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা