বাগেরহাট জেলায় নতুন করে আরও ৭৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। একদিনে ২১৫ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জন করোনা পজেটিভ হয়েছেন। এ সময়ের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় দ্বিতীয় ঢেউয়ে মোট ১ হাজার ২৪৮ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। আর দ্বিতীয় ঢেউয়ে মোট মারা গেছেন ৩৮ জন। বাগেরহাট সিভিল সার্জন ডা. কেএম হুমাউন কবির বুধবার সকালে জানান, মঙ্গলবার (১৫ জুন) একদিনে ২১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৭৬ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আর এ সময়ের মধ্যে চিকিৎসাধীন আরও ৩ জন রোগী মারা গেছেন। বাগেরহাট জেলায় করোনা সংক্রমণের হার ৩৫.৩৪%।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা