বাগেরহাট জেলায় নতুন করে আরও ৭৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। একদিনে ২১৫ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জন করোনা পজেটিভ হয়েছেন। এ সময়ের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় দ্বিতীয় ঢেউয়ে মোট ১ হাজার ২৪৮ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। আর দ্বিতীয় ঢেউয়ে মোট মারা গেছেন ৩৮ জন। বাগেরহাট সিভিল সার্জন ডা. কেএম হুমাউন কবির বুধবার সকালে জানান, মঙ্গলবার (১৫ জুন) একদিনে ২১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৭৬ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আর এ সময়ের মধ্যে চিকিৎসাধীন আরও ৩ জন রোগী মারা গেছেন। বাগেরহাট জেলায় করোনা সংক্রমণের হার ৩৫.৩৪%।
অপরাধ ও দুর্নীতি: জুলাই হত্যাকাণ্ডের আসামী হয়েও এখনো গ্রেপ্তার হয়নি ব্যবসায়ী শওকত
সারাদেশ: মানিকগঞ্জে ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত